আমুদরিয়া নিউজ: বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ার হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগালের মহাতারকার মোট সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১২ হাজার ৪২৮ কোটি টাকারও বেশি। বিশ্বব্যাপী ৫০০ ধনকুবেরদের মোট সম্পদের হিসেব-নিকেশ দিয়েছে ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স’। এই প্রথম সেখানে রোনাল্ডোর সম্পদের হিসাব রাখা হয়েছে। রোনাল্ডোর পুরো ফুটবল কেরিয়ারেরই খেলা থেকে আয়ের সঙ্গেই বিনিয়োগ এবং বিজ্ঞাপন থেকে আয়ের হিসাবও দেওয়া হয়েছে। অন্যদিকে ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, আর্জেন্টিনার তারকা তথা বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি তাঁর কেরিয়ারে রোনাল্ডোর অর্ধেক টাকা উপার্জন করেছেন। মেসির আয়ের পরিমাণ ৬০ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৩২৮ কোটি টাকা (কর দেওয়ার আগে)।