আমুদরিয়া নিউজ: বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের উপর হামলার ঘটনায় ২ অভিযুক্তকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি পুলিশ। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) সমীর আহমেদ বলেন, ‘‘দু’জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’’ গত সোমবার নাগরাকাটায় গিয়ে আক্রান্ত হন বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। গুরুতর চোট পেয়েছেন সাংসদ, চোখের নীচের হাড় ভেঙেছে। শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
