আমুদরিয়া নিউজ: আফগানিস্তান সীমান্তে পাক আধাসেনার কনভয়ে হামলা চালাল বিদ্রোহী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। সেই হামলায় নিহত ১১ জন পাক আধাসেনা। তাঁদের মধ্যে দু’জন অফিসারও রয়েছেন। উত্তর-পশ্চিম পাকিস্তানের কুররাম জেলায় আফগান সীমান্তে বুধবার ঘটনাটি ঘটেছে। রাস্তার দু’পাশে লুকিয়ে ছিলেন পাক তালিবানের সদস্যেরা। কনভয় আসতেই তাঁরা এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করেন। ছোড়া হয় একের পর এক বোমাও। ঘটনার পরেই দায় স্বীকার করেছে পাক তালিবান গোষ্ঠী। আফগান সীমান্তে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছিল পাক সেনা। তার জেরে ১৯ জন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বিদ্রোহী গোষ্ঠী নেতার মৃত্যু হয়। বুধবার পালটা প্রত্যাঘাত করল টিটিপি।
