আমুদরিয়া নিউজ: বিস্ফোরণে উড়ল অন্ধ্রপ্রদেশের বাজি কারখানার ছাদ। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ শ্রমিকের। গুরুতর আহত আরও আট। বুধবার দুপুরে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরীর এক আতশবাজি কারখানায় দুর্ঘটনাটি ঘটে। বাজি তৈরির সময়ই এই অগ্নিকাণ্ড ঘটে। বিপুল পরিমাণ দাহ্য পদার্থ ও কেমিক্যাল মজুত থাকায় নিমেষে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার পরই একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে বাজি কারখানায়। কারখানার ভিতরেই আটকে পড়েন অনেক শ্রমিক। উড়ে যায় কারখানার চাল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকল বাহিনী। দমকল সূত্রে খবর, আগুনের তীব্রতা এতটাই বেশি যে তা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।
