আমুদরিয়া নিউজ: ফের দাগি অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দাগি অযোগ্যদের যে তালিকা প্রকাশ করেছিল, তা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মী। সেইসময় সুপ্রিম কোর্ট দাগি অযোগ্যদের নাম প্রকাশের নির্দেশ দিয়েছিল। সেই মতো তালিকা প্রকাশ করে এসএসসি। তাতে নাম রয়েছে ১৮০৬ জনের। সেই তালিকা নিয়েই এদিন অসন্তোষ প্রকাশ করে বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি এন ভি আঞ্জারিয়ার বেঞ্চ। বিচারপতিদের বক্তব্য, দাগি অযোগ্যদের তালিকা অস্পষ্ট। তা বিস্তারিত ভাবে তালিকা প্রকাশ করতে হবে। বিচারপতি সঞ্জয় কুমারের মন্তব্য, ‘‘কোনও গোপনীয়তা নয়, বিষয়ভিত্তিক ও সংরক্ষণভিত্তিক ভাবে বিশদে জানাতে হবে, কারা, কোন যুক্তিতে দাগি হয়েছেন। নয়তো আবার জটিলতা তৈরি হবে।’’ এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এসএসসি। লিখিত পরীক্ষা হয়ে গিয়েছে। সেই পরীক্ষার ফল প্রকাশে কোনও বাধা নেই বলেও বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
