আমুদরিয়া নিউজ: দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার উত্তরবঙ্গে এসেছেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। এদিন বাগডোগরা এয়ারপোর্টে নেমেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে সড়কপথে মিরিকের উদ্দেশে রওনা দেন কেন্দ্রীয় মন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিজিজু বলেছেন, মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রাজ্য দ্রুত রিপোর্ট না দিলে আইন অনুযায়ী পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি এও বলেন, “কেবল সাংসদ-বিধায়কের বিষয় নয়, প্রত্যেক নাগরিকের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। ভারতে আইন আছে। সেই আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ যদি কারোর ওপর হামলা চালায়, দাদাগিরি করে, তাহলে তো পদক্ষেপ করতেই হবে।” সোমবার দুর্যোগ-বিপর্যস্ত নাগরাকাটার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সময় ইটের আঘাতে গুরুতরভাবে আহত হন খগেন।
