আমুদরিয়া নিউজ: ভারতে আসতে চলেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। আফগানিস্তানের বিদেশ মন্ত্রক জানিয়েছে, আগামী ৭ অক্টোবর মস্কো সামিটে যোগ দেবেন মুত্তাকি। সেখানে মুত্তাকির পাশাপাশি থাকবেন চিন, ভারত, ইরান ও মধ্য এশিয়ার একাধিক দেশের প্রতিনিধিরা। সেই সফর শেষ করেই ভারতে আসবেন তালিবান মন্ত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অনুমতি নিয়ে আগামী ৯ থেকে ১৬ তারিখ পর্যন্ত নয়াদিল্লিতে থাকবেন মুত্তাকি। রাষ্ট্রসংঘ জানিয়েছে, আফগানিস্তানের তালিবান সরকারের সদস্যদের আন্তর্জাতিক সফর নিয়ে যে নিষেধাজ্ঞা ছিল, মুত্তাকির ক্ষেত্রে সম্প্রতি সেই আংশিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতায় বসার পরে এই প্রথম কাবুল থেকে কোনও শীর্ষস্তরের প্রতিনিধি নয়াদিল্লিতে আসছেন।
