আমুদরিয়া নিউজ: জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সানায়ে তাকাইচি। সব ঠিক থাকলে চলতি মাসের মাঝামাঝি সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি। শনিবার রক্ষণশীল জাতীয়তাবাদী সানা তাকাইচিকে দলের প্রধান হিসেবে নির্বাচিত করেছে জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি। অক্টোবরের মাঝামাঝি সংসদে তাঁর প্রধানমন্ত্রী পদে আনুষ্ঠানিক অনুমোদনের ভোট হবে। তিনি যদি সংসদীয় ভোটে সমর্থন পান, তবে তাকাইচি হতে চলেছেন জাপানের ইতিহাসের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ৬৪ বছরের তাকাইচি বর্তমান শাসক দলের দীর্ঘদিনের নেত্রী শুধু নন, অন্যতম কট্টরপন্থী সদস্য বলেই পরিচিত। তাঁর রক্ষণশীল মতাদর্শ নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।
