আমুদরিয়া নিউজ: টানা চতুর্থ বার দেশের সবচেয়ে নিরাপদ শহরের তকমা পেল কলকাতা। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, কলকাতায় প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের সংখ্যা ৮৩.৯টি। যা সবচেয়ে কম। কলকাতার পর দ্বিতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। প্রতি লক্ষে অপরাধের সংখ্যা ৩৩২.৩। তৃতীয় স্থানে পুণে। সেখানে লক্ষ জনসংখ্যায় অপরাধের সংখ্যা ৩৩৭.১। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্ট অনুযায়ী অপরাধ প্রবণতায় প্রথম স্থানে কেরলের কোচি, দ্বিতীয় স্থানে দিল্লি, গুজরাতের সুরাত তৃতীয় স্থানে। দেশের মোট ১৯টি শহরকে নিয়ে এই সমীক্ষা করা হয়েছিল।
