আমুদরিয়া নিউজ: শুক্রবার সন্ধ্যায় চুপিসারে নাকি বাগদান সেরে ফেলেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রশ্মিকা মন্দানা! টলিউডের অন্দরের খবর, বাগদান অনুষ্ঠানে কেবল দুই পরিবারের সদস্য এবং কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। যেহেতু পুরো অনুষ্ঠানটি চুপিচুপি হয়েছে, তাই এই মুহূর্তে দুই তারকার তরফে কোনও ছবি বা আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। আট বছর ধরে সম্পর্কে থাকলেও সেকথা কোনওদিনই স্বীকার করেননি রশ্মিকা এবং বিজয়। এদিকে শোনা যাচ্ছে সব ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে নাকি বিয়ের পিঁড়িতে বসবেন যুগলে। যদিও এই বিষয়ে মুখে কুলুপ তারকাজুটির। পাওয়ার কাপলকে বিয়ের পিঁড়িতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।