আমুদরিয়া নিউজ: গ্যাংটক যাওয়ার পথে গভীর খাদে গাড়ি পড়ে মৃত্যু হল ৪ জনের। জখম আরও ৩। শুক্রবার রাতে কালিম্পং থানা এলাকার ১০ নম্বর জাতীয় সড়কের মেল্লি কিরণি এলাকার ঘটনা। পাথরঝোরা থেকে গ্যাংটক যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্রায় ৫০ ফুট নিচে খাদে পড়ে যায় গাড়িটি। মৃত ও আহতরা সকলেই গ্যাংটকের থার্ড মাইল এলাকার বাসিন্দা বলে খবর। উল্টোদিক থেকে আসা অন্য একটি গাড়ির জোরাল আলোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
