আমুদরিয়া নিউজ: রবিবার সন্ধে ৬টার মধ্যেই ইজরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করতে হবে প্যালেস্তিনীয় জঙ্গি গোষ্ঠী হামাসকে। কড়া বার্তা দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথা, নরক-যন্ত্রণা ভোগের হুঁশিয়ারি দেন তিনি। নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে ট্রাম্প লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে আমরা কোনও না কোনওভাবে শান্তি প্রতিষ্ঠা করবই। হিংসা ও রক্তপাত বন্ধ হবে। এখনই বন্দিদের মুক্তি দাও, দেহ ফেরাও! রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে হামাসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতেই হবে। প্রতিটি দেশ স্বাক্ষর করেছে! যদি এই শেষ সুযোগ। চুক্তিতে পৌঁছতে না পারলে নরক নেমে আসবে হামাসের উপরে।’ দুই বছর ধরে চলতে থাকা গাজা যুদ্ধের অবসান ঘটাতে ইজরায়েল ও হামাস উভয়কেই একটি শান্তি চুক্তিতে সম্মত হতে চাপ দিচ্ছেন ট্রাম্প। একটি ২০-দফা প্রস্তাবের রূপরেখা তুলে ধরেছেন তিনি। এবার তিনি চরম সময়সীমা বেঁধে দিলেন হামাসের জন্য।
