আমুদরিয়া নিউজ: তিনবছর পর চোট সারিয়ে বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ফিরেই পদক জিতলেন মীরাবাই চানু। মণিপুরের ৩১ বছরের ভারোত্তলক শুক্রবার নরওয়ের ফোর্ডে অনুষ্ঠিত ওয়েটলিফটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে মহিলাদের ৪৮ কেজি বিভাগে রুপো জিতেছেন। মোট ১৯৯ কেজি ওজন তুলেছেন চানু। স্ন্যাচ ইভেন্টে ৮৪ কেজি ওজন তোলেন। এর পর ক্লিন অ্যান্ড জার্ক ইভেন্টে তোলেন ১১৫ কেজি। উত্তর কোরিয়ার রি সং গুম বিশ্বরেকর্ড করে সোনা জিতেছেন। তিনি মোট ২১৩ কেজি ওজন তোলেন। ব্রোঞ্জ পেয়েছেন তাইল্যান্ডের থানিয়াথন সুকচারোয়েন। তিনি ১৯৮ কেজি ওজন তোলেন।
