আমুদরিয়া নিউজ: আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে দুরন্ত সেঞ্চুরি হাঁকালেন কে এল রাহুল। এদিন তিনি তাঁর টেস্ট কেরিয়ারের ১১তম সেঞ্চুরি পূর্ণ করেন। দেশের মাঠে এটি তাঁর দ্বিতীয় শতরান। ২০১৬ সালের ১৮ ডিসেম্বর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম টেস্ট শতরান করেছিলেন রাহুল। সেই ইনিংসে করেন ১৯৯ রান। তার পর দীর্ঘ ৮ বছর ৯ মাসের বেশি সময় দেশের মাঠে কোনও টেস্টে শতরান করতে পারেননি। সব মিলিয়ে ৩২১১ দিন পর দেশের মাটিতে টেস্ট শতরান করলেন তিনি। এদিকে অহমদাবাদ টেস্টে চালকের আসনে ভারতীয় দল। চা পানের বিরতি পর্যন্ত ভারত তুলেছে ৪ উইকেটে ৩২৬। এর আগে ভারতীয় বোলারদের দাপটের সামনে মাত্র ১৬২ রানে শেষ হয়ে যায় ক্যাবিবীয় দলের প্রথম ইনিংস। শুভমনেরা এগিয়ে রয়েছেন ১৬৪ রানে। ক্রিজে রয়েছেন জুরেল (৬৮) এবং জাডেজা (৫০)।