আমুদরিয়া নিউজ : দুর্গাপুজোর সময়ে গোর্খা সমাজের অন্যতম বড় উৎসব হল ফুলপাতি শোভাযাত্রা। মহাসপ্তমীর সকালে পাহাড় ও সমতলের গোর্খা জনজাতির মানুষেরাও ফুলপাতি শোভাযাত্রার আয়োজন করেন। বাঙালি সহ নানা সমাজের লোকজন তাতে অংশগ্রহণ করেন। শিলিগুড়িতে সবচেয়ে হবড় ফুলপাতি সোভাযাত্রার আয়োজন করা হয় গুরুংবস্তিতে। ভানুভক্ত সমিতিও ওই উদ্যোগে সামিল হয়।
২৯ সেপ্টেম্বর, ২০২৫, শিলিগুড়ির গুরুংবস্তির ফুলপাতি শোভাযাত্রা সমিতি এবং ভানুভক্ত সমিতির পক্ষ থেকে ২ জন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্বর্ধনা ও সম্মাননা জ্ঞাপন করা হয়। একজন হলেন, বিশিষ্ট সমাজেসেবী ও শিল্পোদ্যোগী ধীরাজ ঘোষ। আরেকজন হলেন বিশিষ্ট সাংবাদিক কেশব প্রদান।
ভানুভক্ত সমিতি ও ফুলপাতি শোভাযাত্রা সমিতির পক্ষে বলা হয়েছে, বাঙালি হলেও ধীরাজবাবু গোর্খা জাতির উন্নতির জন্য সব সময় শুভচিন্তা করে থাকেন। তিনি গোর্খাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকেন। তিনি গোর্খা সমাজের অন্যতম শুভচিন্তক উপরন্তু, ধীরাজবাবু নানা সমাজসেবা মূলক কাজে যুক্ত। তাই তাঁকে সম্বর্ধনা ও সম্মাননা জানিয়ে তাঁরা আনন্দিত ও গর্বিত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ-প্রশাসন-সেনাবাহিনীর একাধিক প্রাক্তন অফিসার-কর্মী। উদ্যোক্তারা জানান, কেশব প্রধান দীর্ঘদিন ধরে ইংরেজি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত। সারা ভারতে সংবাদের ক্ষেত্রের তাঁর সুনাম রয়েছে। তিনিও গোর্খা জনজাতির উন্নতির জন্য সবসময় কলম ধরেছেন ও ধরেন।
হিলকার্ট রোডে ফুলপাচির শোভাযাত্রার পরে বেলা ১টা নাগাদ সম্বর্ধনা ও সম্মাননা দেওয়া হয় দুই বিশিষ্টজন, ধীরাজ ঘোষ ও কেশব প্রধানকে। তার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন সকলে।

গোর্খা জাতির শুভচিন্তক সমাজসেবী ধীরাজ ঘোষ ও সাংবাদিক কেশব প্রধানকে সম্মাননা
Leave a Comment