আমুদরিয়া নিউজ: লাগাতার বর্ষণে বিপর্যস্ত মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১০ জন। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১১ হাজার ৮০০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রবল বর্ষণের কারণে গোদাবরী নদীর উপর অবস্থিত জয়কওয়াড়ি বাঁধের সব গেট খুলে দেওয়া হয়েছে। বন্যার আশঙ্কা ছত্রপতি সম্ভাজিনগরে। সেখানকার ৭,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মহারাষ্ট্র জুড়ে ১৬টি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে, পুণের সদরদপ্তরে আরও দু’টি দল প্রস্তুত রাখা হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় মুম্বই, থানে, পালঘর, রাইগাড, নাসিক ঘাট এবং পুনে ঘাট এলাকায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ প্রশাসনকে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন।
