আমুদরিয়া নিউজ: রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত পাকিস্তান। তার আগে দলের দুই ক্রিকেটার শাস্তি পেলেন। হ্যারিস রউফের জরিমানা করেছে আইসিসি। রউফের ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা দিতে হবে। আগ্রাসী আচরণের জন্যই এই শাস্তি। ফারহানকে সতর্ক করে দিয়েছেন ম্যাচ রেফারি। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবেরও ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা হয়েছে বলে জানা গিয়েছে। সুপার ফোরের ম্যাচে ফারহানের ‘একে৪৭ সেলিব্রেশন’ এবং রউফের ‘প্লেন ক্র্যাশ সেলিব্রেশন’-এর বিরোধিতা করে আইসিসি-র কাছে সরকারি ভাবে অভিযোগ জানিয়েছিল ভারত। উল্টো দিকে, পাকিস্তান অভিযোগ জানিয়েছিল সূর্যকুমার যাদবের ‘পহেলগাঁও’ মন্তব্যের জন্য। যদিও সূর্যর শাস্তি নিয়ে একেবারেই খুশি নয় বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডও পালটা আবেদনের পথে হাঁটতে চলেছে।