আমুদরিয়া নিউজ: ভোট মুখী বিহারে বড় উদ্যোগ নীতীশ কুমার সরকারের। মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ প্রকল্প চালু হল। শুক্রবার নয়াদিল্লি থেকে বিহার সরকারের এই প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পে বিহারের ৭৫ লক্ষ মহিলাকে একলপ্তে ব্যবসা-বাণিজ্য ও চাষবাস করার জন্য ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। মোদি এদিন প্রকল্প চালু করতে গিয়ে বলেন, “মোদি ও নীতীশ, দুই ভাই মিলে বিহারের মহিলাদের জীবনযাত্রার মানের উন্নয়ন করব।” সফলভাবে কোনও মহিলা ব্যবসা-বাণিজ্য করতে পারলে এই প্রকল্পে তাঁকে পরবর্তীকালে ২ লক্ষ টাকা পর্যন্ত রাজ্য সরকার অনুদান দেবে বলে ঘোষণা করে হয়েছে। পরিবারের একজন মাত্র মহিলা সদস্যই এই প্রকল্পে অর্থ পাবেন। প্রকল্পের জন্য মোট ব্যয় হচ্ছে সাড়ে সাত হাজার কোটি টাকা। স্বামী সরকারি চাকুরে বা আয়করদাতা হলে এই প্রকল্পে টাকা পাবেন না কোনও মহিলা।
