আমুদরিয়া নিউজ: কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করল কেন্দ্রীয় সরকার। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সুজয় পাল। দিন কয়েক আগে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন বিচারপতি টি এস শিবজ্ঞানম। তাঁর জায়গায় অস্থায়ী ভাবে দায়িত্ব পালন করছেন বিচারপতি সৌমেন সেন। তবে আগেই তাঁকে মেঘালয় হাই কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করেছিল কলেজিয়াম। কিন্তু বিচারপতি টি এস শিবজ্ঞানমের মেয়াদ শেষ হওয়ায় সিনিয়র বিচারপতি হিসাবে অস্থায়ীভাবে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি হন বিচারপতি সেন। এবার কেন্দ্রের ছাড়পত্র মেলায় নতুন দায়িত্ব নিয়ে মেঘালয়ে যাচ্ছেন বিচারপতি সেন। তাঁর জায়গায় প্রধান বিচারপতির দায়িত্ব নিচ্ছেন বিচারপতি সুজয় পাল।
