আমুদরিয়া নিউজ: ১ জুন প্রথম সন্তানের বাবা-মা হয়েছিলেন টলিপাড়ার সেলেব দম্পতি পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। দীর্ঘ তিন মাস পর চতুর্থীর সকালে ছেলের মুখ প্রকাশ্যে আনলেন তাঁরা। পিয়া-পরমব্রত সাধ করে ছেলেন নাম রেখেছেন ‘নিষাদ’। শুক্রবার ছেলের ছবি সমাজমাধ্যমে ভাগ করে পিয়া লিখেছেন, ‘এই যে নিষাদ। সাত স্বরের এক স্বর। আরও এক মানে আছে। যাকে কোনও দুঃখ স্পর্শ করতে পারে না। ওকে নডি বলেও ডাকা যেতে পারে, যার একটা মস্ত মাথা আছে। কী আদুরে না?’ ছোট্ট নিষাদের ছবি দেখে তাকে ভালবাসা জানিয়েছেন টলি তারকারা থেকে নেটিজেনরা।
