আমুদরিয়া নিউজ: শহরে পুজোর আমেজ শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে আবারও মিছিলে উত্তাল হল কলকাতা। ২০২৫ স্টেট লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ এসএলএসটির প্রার্থীরা এদিন সল্টলেক করুণাময়ীতে বিক্ষোভ দেখান। আন্দোলনকারীদের মূল দাবিগুলি হল- এক লক্ষ শূন্যপদ বাড়াতে হবে, কারণ ১৪ বছর ধরে কোনও নিয়োগ হয়নি। দ্বিতীয়ত, চাকরিহারাদের অতিরিক্ত ১০ নম্বর দেওয়া যাবে না। এই দাবিতেই এদিন বিকাশ ভবন অভিযানের ডাক দেন চাকরিপ্রার্থীরা। করুণাময়ী থেকে মিছিল শুরু হতেই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধ্বস্তাধস্তি বেধে যায়। সব মিলিয়ে উত্তাল হয়ে ওঠে করুণাময়ী।
