আমুদরিয়া নিউজ: মঙ্গলবার পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অসমের সোনারপুরের কামারকুচিতে শেষকৃত্য সম্পন্ন হয়েছে অসমের ভূমিপুত্র জুবিন গর্গের। ভক্তদের আবেগের কথা মাথায় রেখে অসম সরকার এবার এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে। জ়ুবিনের অস্থিভস্ম অনুরাগীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হবে। অসমের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন, “অসম সরকার একটি পোর্টালের ব্যবস্থা করছে, যার মাধ্যমে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান তাঁদের প্রিয় শিল্পীর অস্থিভস্ম চাওয়ার আবেদন করতে পারে। এই প্রক্রিয়াটি সংস্কৃতি বিভাগ তত্ত্বাবধান করবে।” সংস্থাগুলিকে এই অস্থিভস্ম দিয়ে দেওয়ার পরেও যদি কিছু বাড়তি থাকে, তা হলে অন্য ভক্তেরাও এই অস্থিভস্মের আবেদন করতে পারেন বলে জানিয়েছেন রণোজ পেগু। ৫২ বছর বয়সী জনপ্রিয় অসমীয়া শিল্পী গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান।