আমুদরিয়া নিউজ: দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার এক আশ্রমের পরিচালকের বিরুদ্ধে উঠল ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ। এদিকে অভিযোগ দায়ের হতেই পলাতক অভিযুক্ত স্বামী চৈতন্যানন্দ। শ্রী সারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের পরিচালকের দায়িত্বে ছিলেন স্বামী চৈতন্যানন্দ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে ডেকে খারাপ কথা বলা, অশ্লীল মেসেজ পাঠানো ও কটূক্তি করতেন তিনি। তদন্ত চলাকালীন ৩২ জন ছাত্রীর বক্তব্য রেকর্ড করা হয়েছে। যাঁদের মধ্যে ১৭ জন অভিযুক্তের বিরুদ্ধে অশ্লীল ভাষা প্রয়োগ, অশ্লীল হোয়াটসঅ্যাপ এবং টেক্সট পাঠানোর পাশাপাশি বলপূর্বক শারীরিক হেনস্তার অভিযোগও করেছেন। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি। এদিকে এসব জানতে পেরে আশ্রম কর্তৃপক্ষ ইতিমধ্যেই তাঁকে পরিচালক পদ থেকে বরখাস্ত করেছে এবং তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে।