আমুদরিয়া নিউজ: লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে বিক্ষোভে উত্তাল লেহ। পুলিশের লক্ষ্য করে ছোড়া হয় পাথর। একাধিক পুলিশ ভ্যান জ্বালিয়ে দেওয়া হয়েছে। এমনকী, বিজেপি দপ্তরেও ভাঙচুর হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। লাঠিচার্জও করা হয়। পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। ২০১৯ সালের অক্টোবরে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই রাজ্যটিকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। একটি জম্মু ও কাশ্মীর এবং অপরটি লাদাখ। লাদাখকে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে গত কয়েক বছর ধরেই আন্দোলন চলছে। উল্লেখ্য, সরকারের সঙ্গে রাজ্যের মর্যাদা প্রসঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হওয়ার কথা শীঘ্রই। তার আগে এভাবে আগুন জ্বলল লাদাখে।
