আমুদরিয়া নিউজ: বালোচিস্তানে জাফর এক্সপ্রেসে ফের হামলা। বিস্ফোরণে লাইনচ্যুত হল ট্রেনের ৬টি কামরা। মঙ্গলবার এই ঘটনা ঘটে বালোচিস্তানের মাস্তুং জেলার দাশ্ত অঞ্চলে। জানা গিয়েছে, পাকিস্তানের পেশোয়ার থেকে কোয়েটার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। পথে দাশ্ত অঞ্চলে ট্রেনটিতে ব্যাপক বিস্ফোরণের সঙ্গে ট্রেনের ৬টি কামরা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সময় ৪০০ জনের বেশি যাত্রী ছিল ট্রেনটিতে। ঘটনার জেরে আহত হয়েছেন বহু যাত্রী। তাঁদের উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে অনুমান, আইইডি বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। কোনও সংগঠন এখনও পর্যন্ত হামলার দায় নেয়নি।
