আমুদরিয়া নিউজ: সম্প্রীতির বার্তা দিয়ে কর্ণাটকে দশেরা উৎসবের সূচনা করলেন বুকারজয়ী লেখিকা বানু মুশতাক। সোমবার মাইসুরুর চামুণ্ডি পাহাড়ে দেবী চামুণ্ডেশ্বরীর মূর্তির পায়ে ফুল দিয়ে ও প্রদীপ জ্বেলে ১১ দিনের মাইসুরু দশেরা উৎসবের সূচনা করলেন তিনি। তাঁর আগে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে মন্দির পরিদর্শন করেন বানু মুশতাক। এরপর চামুণ্ডেশ্বরী মন্দিরে পুরোহিতদের বৈদিক স্তবগানের মধ্যে দেবীমূর্তিতে ফুলবর্ষণ করে বৃশ্চিক লগ্নে উৎসবের উদ্বোধন করেন তিনি। পরে তিনি বলেন, আমি বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, প্রদীপ জ্বালিয়েছি, ফুল দিয়েছি এবং মঙ্গলারতি করেছি। এটা আমার কাছে নতুন নয়। এই উৎসব আসলে আমাদের দেশের সংস্কৃতি এবং ঐক্যের উদ্যাপন। এই দেশে জন্মানো সকলেই উৎসবে যোগ দেওয়ার যোগ্য। প্রসঙ্গত, বুকারজয়ী সাহিত্যিক বানু মুস্তাককে দিয়ে দশেরার সূচনা করানোর সিদ্ধান্তকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল কংগ্রেস শাসিত কর্নাটকে। মুসলিম বানুকে দিয়ে হিন্দুদের ধর্মীয় উৎসবের সূচনা করার রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে সুর চড়িয়েছিল বিজেপি। পালটা বিজেপিকে ‘সঙ্কীর্ণ’ দল বলে কটাক্ষ করেছিল কংগ্রেস।