আমুদরিয়া নিউজ: সোমবার রাত থেকে বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। বহু এলাকা জলে ডুবে। এমনকী বহু পুজো মণ্ডপেও ঢুকেছে জল। এই অবস্থায় আজ দ্বিতীয়াতে পুজো উদ্বোধনের সমস্ত কর্মসূচি বাতিল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার থেকে মণ্ডপ উদ্বোধন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত দু’দিন ধরে একাধিক পুজো মণ্ডপ উদ্বোধন করেন তিনি। আজও তেমনই কর্মসূচি ছিল। শীতলা মন্দির ভবানীপুর ৭০ পল্লি, একডালিয়া এভারগ্রিন, ফাল্গুনি সংঘ, সিংহী পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, হিন্দুস্থান পার্ক, শিবমন্দির, মুদিয়ালি, ৬৬ পল্লি, বাদামতলা আষাঢ় সংঘ এবং ত্রিধারার পুজো উদ্বোধনের কথা ছিল তাঁর। কিন্তু বর্তমান পরিস্থিতির কথা ভেবেই আপাতত উদ্বোধন কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। দুর্যোগের কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে আজ, মঙ্গলবার থেকেই পুজোর ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
