আমুদরিয়া নিউজ: বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে কাবুল থেকে দিল্লি পাড়ি ১৩ বছরের এক আফগান কিশোরের! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গত রবিবার। ওইদিন কাবুল বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিল বেসরকারি বিমানসংস্থা KAM Air-এর বিমান। বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে পৌঁছানোর পর বিমান থেকে সমস্ত যাত্রীরা নেমে যাওয়ার পর নিরাপত্তাকর্মীদের নজরে পড়ে এক কিশোর বিমানবন্দরের সংরক্ষিত অঞ্চলে দাঁড়িয়ে। সঙ্গে সঙ্গে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, নিরাপত্তাকে ফাঁকি দিয়ে যাত্রীদের সঙ্গে লুকিয়ে কাবুল বিমানবন্দরে প্রবেশ করেছিল ছেলেটি। এরপর বিমানের পিছনের চাকার ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে পড়ে। কিশোরের অনুমান ছিল বিমানটি ইরান যাবে। ওই নাবালক জানিয়েছে, শুধুমাত্র কৌতুহলের কারণে সে বিমানে উঠেছিল। ল্যান্ডিং গিয়ারে বসলে কী বিপদ হতে পারে সেই সম্পর্কে কোনও ধারণাই ছিল না তার। ওই কিশোরকে ফের আফগানিস্তানে ফেরত পাঠানো হয়েছে।
