আমুদরিয়া নিউজ: ৩০ সেপ্টেম্বর ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে মহিলাদের ওয়ান ডে বিশ্বকাপ। গুয়াহাটিতে ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হবে প্রয়াত সঙ্গীতশিল্পী জুবিন গর্গকে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানালেন, অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বোর্ড মিলে ৪০ মিনিটের এক অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। তাঁর কথায়, ‘অসমের সংগীত আইকন জুবিন গর্গ সম্প্রতি আমাদের ছেড়ে গিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁকে স্মরণের আয়োজন করা হবে!’ তবে প্রয়াত জুবিন গর্গকে শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠানে কে বা কারা পারফর্ম করবেন, তা এখনও স্পষ্ট হয়নি বলেই জানিয়েছেন দেবজিৎ৷ গুয়াহাটিতে ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইবেন শ্রেয়া ঘোষাল।