আমুদরিয়া নিউজ: রেল যাত্রীদের জন্য সুখবর। কমছে ভারতীয় রেলের নিজস্ব প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা বোতলবন্দি জল ‘রেল নীর’-এর দাম। নতুন জিএসটি কাঠামোর কারণেই জলের বোতলের দাম কমছে বলে জানিয়েছে রেল। রেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি বোতলে এক টাকা করে কমছে ‘রেল নীর’-এর দাম। ট্রেনের ভিতরে এবং স্টেশনে চত্বের বিক্রি হয় এই জল। আগে পর্যন্ত এক লিটার ‘রেল নীর’-এর দাম ছিল ১৫ টাকা। এবার থেকে তা কমে হবে ১৪ টাকা। এছাড়া ৫০০ মিলিলিটার জলের দাম আগে ছিল ১০ টাকা। সেই দাম এখন হবে নয় টাকা। রেলের বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, সারা দেশের বিভিন্ন স্টেশন এবং ট্রেনে ‘তালিকাভুক্ত’ অন্যান্য ব্রান্ডের জলের বোতলেও এই দাম প্রযোজ্য হবে।
