আমুদরিয়া নিউজ: শুটিং করতে গিয়ে চোট পেয়ে আহত হলেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। শুক্রবার হায়দরাবাদে একটি বিজ্ঞাপনী শুটিং করছিলেন তিনি। আচমকাই সেট অঘটন। চোট পান তিনি। এনটিআরের টিম আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানায়, সামান্যই চোট পেয়েছেন তিনি। আঘাত গুরুতর নয়। ভাল আছেন। শুধু চিকিৎসকের পরামর্শ মেনে আগামী কয়েক দিন বিশ্রামে থাকবেন। আগস্ট মাসেই মুক্তি পেয়েছিল জুনিয়র এনটিআরের ছবি ‘ওয়ার ২’। যদিও ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। বর্তমানে তিনি পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে এনটিআরনীল–এ কাজ করছেন। আগামী বছরের জুনেই মুক্তি পাবে ছবিটি।