আমুদরিয়া নিউজ: বিশ্বের প্রথম দেশ হিসাবে AI মন্ত্রী নিয়োগ করল আলবানিয়া। এআই-মন্ত্রীর নাম ডায়েলা। আলবেনিয়ার প্রধানমন্ত্রী এদি রামা ডায়েলার নাম মন্ত্রী হিসাবে ঘোষণা করে জানান, এই AI মন্ত্রী আলবেনিয়া সরকারের যাবতীয় ব্যয়ের দেখভাল করবে। সরকারি প্রকল্পে বেসরকারি সংস্থা কাজ করলে তাদের দরপত্র থেকে কাজকর্মের উপর নজরদারি করবেন এআই-মন্ত্রী। সরকারি খাতে দুর্নীতি, মাদক কারবার ইত্যাদি অভিযোগে বহু দিন ধরে বিদ্ধ আলবেনিয়া। রামার আমলে সরকারি দুর্নীতি আকাশ ছুঁয়েছে বলে অভিযোগ করেন বিরোধীরা। এই প্রেক্ষিতে এ বার মানুষ না, যন্ত্রের উপর ভরসা করে আলবেনিয়া সরকার জানাচ্ছে, পক্ষপাতিত্ব, ভুল বা দুর্নীতি— ডায়েলার আমলে কোনও কিছুই সম্ভব হবে না। রামার দাবি, এর ফলে প্রশাসনের পক্ষপাতদুষ্টতার প্রশ্নই থাকবে না। ঘুষ দিয়ে বা হুমকি দিয়ে দরপত্র আদায়ও বন্ধ হবে।
