আমুদরিয়া নিউজ: না ফেরার দেশে পাড়ি দিয়েছেন খ্যাতনামা গায়ক জুবিন গর্গ। গায়কের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘প্রিয় ভাই’ বলে সম্বোধন করে এক্স হ্যান্ডলে তিনি লিখলেন, ‘সুরে থেকো। তুমি আমাদের হৃদয় থাকবে। তোমার গান অমর হয়ে থাকবে। গান আমাদের লড়তে শেখায়, বিশ্বাস রাখতে শেখায়। তোমার সুরের ধারা প্রবহমান থাকুক।’ পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকপ্রকাশ করেছেন। এক্স হ্যান্ডলে তিনি অসমিয়া ভাষায় লিখেছেন, ‘জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয়ে গিয়েছি। সঙ্গীত ক্ষেত্রে আপনার অবিস্মরণীয় অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার গান সকলের কাছে অতি প্রিয়। আপনার পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি!’ এ ছাড়াও গায়কের আকস্মিক প্রয়াণ শোকজ্ঞাপন করেছেন অভিনেতা দেব, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
