আমুদরিয়া নিউজ: ধর্ষণ মামলায় গ্রেফতার হলেন পলাতক ব্যবসায়ী ও প্রাক্তন আইপিএল প্রধান ললিত মোদীর ভাই, সমীর মোদী। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি বিমানবন্দরে পা রাখতেই পুলিশ গ্রেফতার করে মোদীকেয়ারের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সমীর মোদীকে। তিনি ইউরোপ থেকে বিজনেস ট্রিপ সেরে ফিরছিলেন। ধর্ষণের অভিযোগে পুলিশ আগে থেকেই লুক-আউট নোটিস জারি করেছিল। পুলিশ সূত্রে খবর, পাঁচ দিন আগে এক মহিলা সমীর মোদির বিরুদ্ধে ধর্ষণ ও ভয় দেখানোর অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগকারী মহিলার দাবি, ঘটনাটি ২০১৯ সালের। তিনি এতদিন মুখ খুলতে পারেননি ভয়ে। এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন সমীরের আইনজীবী।