আমুদরিয়া নিউজ: ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীকে গুলি করে খুনের অভিযোগ উঠল আমেরিকার পুলিশের বিরুদ্ধে। মৃতের নাম মহম্মদ নিজ়ামুদ্দিন। তিনি তেলেঙ্গানার মেহবুবনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ক্যালিফর্নিয়ার সান্টা ক্লারাতে থাকতেন নিজামুদ্দিন, সেখানেই একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গত ৩ সেপ্টেম্বর রুমমেটের সঙ্গে কোনও কারণে বচসা হয় নিজামুদ্দিনের। ঝগড়ার মাঝে রুমমেটকে ছুরি দিয়ে আঘাত করেন নিজামুদ্দিন, এমনটাই অভিযোগ। এরপরই পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে। যদিও মৃতের পরিবারের দাবি, বর্ণবৈষম্যের কারণেই খুন হতে হয় ওই ভারতীয় যুবককে। মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি তুলেছে তারা। একই সঙ্গে ওই যুবকের দেহ ভারতে ফিরিয়ে আনার জন্য বিদেশ মন্ত্রকের কাছে আর্জি জানিয়েছে।
