আমুদরিয়া নিউজ: ছত্তিশগড়ের সুকমায় নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হল বছর পঁয়ত্রিশের এক মাওবাদী নেত্রীর। তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সুকমা জেলার গুফদি এবং পারমাপাড়া গ্রামের মাঝে জঙ্গল ঘেরা পাহড়ি এলাকায় অভিযান চালায় ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি)। দীর্ঘক্ষণ দু’পক্ষের লড়াই চলার পর অবশেষে মাও-নেত্রী বুসকি নিপ্পোর মৃত্যু হয়। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্রও। পলাতক এই নেত্রী মাওবাদীদের মালঙ্গির এরিয়া কমিটির সদস্য ছিলেন। তিনি একাধিক নৃশংস ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
