আমুদরিয়া নিউজ: বুধবার পশ্চিম এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সেরে ফেলল পাকিস্তান। বুধবার সৌদি আরবে সে দেশের যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার পর দুই দেশ ‘কৌশলগত এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’-তে স্বাক্ষর করে। চুক্তির পর দু’পক্ষ জানিয়েছে, কোনও এক পক্ষের উপর হামলা হলে তা উভয়ের উপর আঘাত হিসাবেই ধরা হবে। পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি নিয়ে এদিন প্রতিক্রিয়া জানায় ভারত ৷ বৃহস্পতিবার এই বিষয়ে এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানাল, পাকিস্তান-সৌদি আরব ঘনিষ্ঠতার উপর নিবিড় নজর রাখছে নয়াদিল্লি। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ করা হবে।
