আমুদরিয়া নিউজ: আজ ৭৫ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তাঁর জন্মদিনেই নতুন বায়োপিকের ঘোষণা হল। মোদির বায়োপিকের নাম রাখা হয়েছে ‘মা বন্দে’। ছবিটি প্রযোজনা করছে ‘সিলভার কাস্ট ক্রিয়েশন্স’। মোদির চরিত্রে দেখা যাবে উন্নি মুকুন্দনকে। ছবির ফার্স্টলুক সোশ্য়াল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। জানা গিয়েছে শৈশবকাল থেকে রাষ্ট্রনেতা নেতা হয়ে ওঠা, সবকিছুই ফুটিয়ে তোলা হবে ছবিতে। বিশেষ করে মা হীরাবেন মোদির সঙ্গে তাঁর যে গভীর সম্পর্ক, তা তুলে ধরা হবে। এর আগে, ২০১৯ সালেও মোদির বায়োপিক মুক্তি পেয়েছিল ‘পিএম নরেন্দ্র মোদি’। ওই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন বিবেক ওবেরয়।