আমুদরিয়া নিউজ: ভোজনরসিকদের জন্য সুখবর। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকল বাংলাদেশের পদ্মা নদীর রুপোলি ইলিশ। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে ইলিশের ট্রাক এদেশে ঢোকে। মোট আটটি ট্রাকে প্রায় ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ ভারতে এসেছে। এক একটি ইলিশের ওজন এক কেজির উপরে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য বাংলাদেশি অর্থে ১৫২৫ টাকা। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রকের অনুমতি অনুযায়ী, পশ্চিমবঙ্গে এ বছর মোট ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানো হবে। পরবর্তীতে আরও কয়েক দফায় বাংলাদেশ থেকে মাছ ভারতে আসবে। পদ্মার ইলিশ পেয়ে ব্যবসায়ীদের মুখে চওড়া হাসি।
