আমুদরিয়া নিউজ: আর ক’দিন পরেই শুরু হয়ে যাবে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। তার আগে আইসিসি র্যাঙ্কিংয়ে বিরাট উন্নতি করলেন স্মৃতি মন্ধানা। ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক ওয়ান ডে ক্রমতালিকায় ব্যাটারদের মধ্যে শীর্ষস্থান দখল করে নিয়েছেন। মঙ্গলবার আইসিসি’র যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে ফের শীর্ষে স্মৃতি। তাঁর রেটিং ৭৩৫। দ্বিতীয় স্থানে আছেন ইংল্যান্ডের স্কিভার ব্রান্ট। তাঁর পয়েন্ট ৭৩১। এর আগে চলতি বছরের জুন ও জুলাই মাসে শীর্ষে ছিলেন স্মৃতি। ২০১৯ সালে প্রথমবার তিনি আইসিসি’র র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন।