আমুদরিয়া নিউজ: আইসিসির কাছ থেকেও ধাক্কা খেল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেটারেরা হাত না মেলানোয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে সরিয়ে দেওয়ার যে দাবি তারা করেছিল, তা খারিজ করে দিয়েছে আইসিসি। আইসিসি ইতিমধ্যে তাদের সিদ্ধান্তের কথা পিসিবিকে জানিয়ে দিয়েছে। অর্থাৎ ৬৯ বছর বয়সি জিম্বাবোয়ের পাইক্রফট বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে পাকিস্তানের শেষ গ্রুপ-পর্বের ম্যাচেও রেফারির ভূমিকা পালন করবেন। পাকিস্তান হুমকি দিয়েছিল, তাদের দাবি মানা না হলে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে না তারা। তবে সেই ‘জেদ’ আপাতত ত্যাগ করেছে তারা। বুধবার আমিরশাহির বিরুদ্ধে গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। সেই ম্যাচের উপর নির্ভর করছে, ভারতের পর এই গ্রুপ থেকে দুই দলের মধ্যে কারা সুপার ফোর-এ যাবে।