আমুদরিয়া নিউজ: অবৈধ বেটিং অ্যাপ মামলায় নাম জড়াল অভিনেতা সোনু সুদের। বলিউড মাধ্যম সূত্রে খবর, আগামী ২৪ সেপ্টেম্বর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সদর দপ্তরে অভিনেতাকে হাজিরা দিতে হবে। গত বছর থেকে এই বেটিং অ্যাপে প্রচারের অভিযোগে বহু বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির একাধিক তারকার পাশাপাশি ক্রিকেটারদেরও আইনি গেরোয় পড়তে হয়েছে। সেই তালিকায় যেমন বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী, প্রকাশ রাজ রয়েছেন, তেমনই হরভজন সিং, উর্বশী রাওতেলা, সুরেশ রায়নার নামও রয়েছে। গতকাল এই মামলায় দিল্লির ইডি দফতরে হাজিরা দিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। একই মামলায় কেন্দ্রীয় তদন্তকারীদের তলবে সাড়া দিয়ে মঙ্গলবার ইডি অফিসে গিয়েছেন অঙ্কুশ। ক্রিকেটার যুবরাজ সিং ও রবিন উথাপ্পাকেও তলব করেছে ইডি।