আমুদরিয়া নিউজ: অবৈধ বেটিং অ্যাপ কাণ্ডে এবার যুবরাজ সিং ও রবিন উথাপ্পাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার ইডি আধিকারিকেরা জানিয়েছেন, উথাপ্পাকে আগামী ২২ সেপ্টেম্বর ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। যুবরাজকে হাজিরা দিতে বলা হয়েছে ২৩ সেপ্টেম্বর। গত কয়েক মাস ধরে অবৈধ বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগের তদন্ত করছে ইডি। এই সব অ্যাপের প্রচারে যুক্ত থাকায় একের পর এক খ্যাতনামাকে তলব করছে তারা। উল্লেখযোগ্যভাবে, যুবরাজ এর আগেও জুন মাসে একবার ইডির ডাকে হাজির হয়েছিলেন। উথাপ্পার আগে সুরেশ রায়না ও শিখর ধাওয়ানকেও এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ পর্যন্ত মোট চারজন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ইডি তলব করল।