আমুদরিয়া নিউজ: প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি। সোমবার সম্প্রসারিত হল সুশীলার মন্ত্রীসভা। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেলের কাছে শপথবাক্য পাঠ করলেন তিন মন্ত্রী কুলমান ঘিসিং, রামেশ্বরপ্রসাদ খনাল এবং ওমপ্রকাশ আরিয়াল। সুশীলার সুপারিশেই তিনজনকে মন্ত্রীসভায় সামিল করা হয়েছে। অন্তর্বর্তী মন্ত্রিসভার দফতর বণ্টনও হয়েছে এদিন। প্রধানমন্ত্রী সুশীলা নিজের হাতে বিদেশ, প্রতিরক্ষা শিল্প, বাণিজ্য, সরবরাহ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পর্যটন, তথ্যপ্রযুক্তি-সহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক রেখেছেন। অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন নেপালের প্রাক্তন অর্থসচিব রামেশ্বরপ্রসাদ। নেপাল বিদ্যুৎ পর্ষদের প্রাক্তন পরিচালক কুলমানের হাতে জ্বালানি, জলসম্পদ ও সেচ, পরিকাঠামো, পরিবহণ ও নগর উন্নয়নের দায়িত্ব। এ ছাড়া স্বরাষ্ট্র এবং আইন, বিচার ও সংসদীয় বিষয়কমন্ত্রী হয়েছেন আইনজীবী ওমপ্রকাশ।
