আমুদরিয়া নিউজ: চলতি বছরেই সন্তানের জন্ম দিয়েছেন ভারতের ব্যাডমিন্টন তারকা জ্বালা গুট্টা। আর মেয়ের জন্মের পরেই মানবিক উদ্যোগ নিলেন তিনি। নবজাতকদের জন্য ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান করলেন জ্বালা। সমাজমাধ্যমে এই খবরটি জানিয়ে জ্বালা লিখেছেন, ‘‘মায়ের দুধ জীবন বাঁচায়। প্রি-ম্যাচিয়োর (যারা নির্দিষ্ট সময়ের আগেই জন্মায়) এবং অসুস্থ শিশুদের জন্য দুধ দান করলে তাদের জীবন বদলে যেতে পারে।’’ রিপোর্ট অনুসারে, তিনি এখন পর্যন্ত ৩০ লিটার বুকের দুধ দান করেছেন। জ্বালা গুট্টার এই উদ্যোগের লক্ষ্য হল, মাতৃহীন শিশুদের পাশাপাশি হাসপাতালে ভর্তি অকাল জন্মগ্রহণকারী বা গুরুতর অসুস্থ শিশুদের জন্য দুধ সরবরাহ করা। তাঁর এই উদ্যোগ প্রশংসা করেছেন নেটিজেনরা।