আমুদরিয়া নিউজ: সোমবার সকালে ঝাড়খণ্ডের হাজারিবাগে যৌথবাহিনীর অভিযানে নিহত হলেন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সহদেব সোরেন ও তার দুই সঙ্গী। সিপিআই (মাওবাদী)-র কেন্দ্রীয় কমিটির সদস্য তথা শীর্ষ নেতা সহদেবের মাথার দাম ছিল ১ কোটি টাকা। যৌথ বাহিনী সূত্রে খবর, সহদেব ছাড়াও অপর দুইজন হলেন রঘুনাথ হেমব্রম ওরফে চঞ্চল এবং বীরসেন গানঝু ওরফে রামকেলাওয়ান। রঘুনাথ ছিলেন বিহার-ঝাড়খন্ড বিশেষ এরিয়া কমিটির সদস্য, তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। আর বীরসেন ছিলেন ওই এলাকারই জোনাল কমিটির সদস্য। মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। গোপন সূত্রে মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে সোমবার ভোরে অভিযানে নামে কোবরা ব্যাটালিয়ন, গিরিডি পুলিশ এবং হাজারিবাগ পুলিশের যৌথ বাহিনী। ভোর ৬টা নাগাদ ঝাড়খণ্ডের তাতিঝরিয়া থানা এলাকায় গিরিডি-বোকারো সীমানার কাছে কারান্দি গ্রামে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টার শেষে গভীর জঙ্গল থেকে নিহত তিন মাও নেতার দেহ উদ্ধার হয়েছে।