আমুদরিয়া নিউজ: প্রয়াত বাংলাদেশের লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন ফরিদা পারভিন। সপ্তাহে দু’দিন ধরে তাঁকে ডায়ালিসিস করাতে হচ্ছিল। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়। গত বুধবার থেকে ভেন্টিলেশনে ছিলেন। শনিবার মৃত্যু হয় তার। ১৪ বছর বয়সে ১৯৬৮ সালে ফরিদা পারভিনের পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। শুরুতে নজরুলসংগীত, পরে আধুনিক গান দিয়ে ফরিদা পারভীনের যাত্রা শুরু হলেও জীবনের বেশির ভাগ সময় কেটেছে লালন সাঁইয়ের গান গেয়ে। যখন থেকে লালনের গান গাওয়া শুরু হয়েছিল, তারপর আর থেমে থাকেননি। দেশের পাশাপাশি জাপান, সুইডেন, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য-সহ বিশ্বের বহু দেশে লালনসংগীত পরিবেশন করেছেন। শিল্পীর প্রয়াণে সংগীত মহলে শোকের ছায়া।
