আমুদরিয়া নিউজ: নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সদ্যই দায়িত্ব নিয়েছেন সুশীলা কার্কি। আর দায়িত্ব নেওয়ার পর রবিবার তিনি সাফ জানিয়ে দিলেন, ক্ষমতা ভোগ করতে আসেননি তিনি। সেই সঙ্গে নেপালের বিক্ষোভে মৃতদের পরিবারপিছু নেপালি মুদ্রায় ১০ লক্ষ আর্থিক সাহায্যও ঘোষণা করেছেন সুশীলা। প্রধানমন্ত্রীর কথায়, “আমি এবং আমার টিম, আমরা ক্ষমতা ভোগ করতে আসিনি। ৬ মাসের বেশি আমরা থাকব না। পরবর্তী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করব। এই সময়ে সকলের সমর্থন চাই আমাদের, সকলকে পাশে না পেলে আমরা সাফল্য পাব না।” সঙ্গে আরও জানান, কে পি শর্মা ওলির সরকারের বিরুদ্ধে বিক্ষোভে যাঁদের প্রাণ গিয়েছে, তাঁরা সকলেই শহিদ। তাঁদের পরিবারকে ১০ লক্ষ নেপালি মুদ্রা আর্থিক সাহায্য দেওয়া হবে। এছাড়াও, যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার খরচ সরকার তরফে বহন করা হবে বলেই জানিয়েছেন তিনি।
