আমুদরিয়া নিউজ: পাকিস্তানের বিরুদ্ধে ৭ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। অধিনায়ক সূর্যকুমার যাদব নিজে ৪৭ রানে অপরাজিত থেকে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। রবিবার ছিল সূর্যের জন্মদিন। নিজের জন্মদিনে দেশকে জয় এনে দিলেন তিনি। খেলা শেষে সূর্য পুরস্কার বিতরণী মঞ্চে বললেন, এই জয় গোটা দেশ ও ভারতীয় সেনাকে জন্মদিনের ‘রিটার্ন গিফ্ট’। অধিনায়ক আরও বলেন, “এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করছি। যে সাহস ওরা দেখিয়েছে তার তুলনা নেই। আশা করছি ভবিষ্যতেও ওরা এ ভাবেই আমাদের অনুপ্রাণিত করবে। যখনই সুযোগ পাব দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। আমরা সমবেদনা জানাই।”