আমুদরিয়া নিউজ: নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কিকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা লেখেন, ‘‘নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের জন্য আমি মাননীয় সুশীলা কার্কীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি।’’ তাঁর সংযোজন, ‘‘পশ্চিমবঙ্গের সঙ্গে নেপালের সীমান্ত রয়েছে এবং দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। প্রতিবেশীর সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বের বাঁধন এবং সহযোগিতার সম্পর্ক আরও উন্নত হোক।” নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রীকে এদিন শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। নেপালে ২০২৬ সালের ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপাতত ছ’মাসের জন্য দেশের সরকার চালাবেন কার্কি।
